Home সারাদেশ ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

by Newsroom
স্কুলছাত্রীকে

ময়মনসিংহের নান্দাইলের দুই বন্ধু মিলে ১৮ অক্টোবর রোববার রাতে এক তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় রাজিব পরিবহনের হেলপার আরিফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তবে তার বন্ধু পলাতক রয়েছে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই তরুণীর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। রোববার বিকেলে অসুস্থ বাবাকে দেখতে ট্রেনে করে গাজীপুরের শ্রীপুর থেকে ময়মনসিংহ আসেন। এরপর তিনি নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় থেকে ভুলক্রমে জামালপুরের রাজিব পরিবহন নামে একটি বাসে উঠে পড়ে।

আরও পড়ুন: ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চায় মানবাধিকার কমিশন

পরে ওই বাসের হেলপার আরিফ মিথ্যা বলে তরুণীকে তার বাড়ি মুক্তাগাছার রামাকানা গ্রামের দিকে নিয়ে যায়। রাত সাড়ে আটটার দিকে রামাকানা গ্রামের একটি বাগানে নিয়ে হেলপার আরিফ ও তার বন্ধু আজিজুল ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like