Home সারাদেশ ময়মনসিংহে ভূয়া ডিবি গ্রেফতার

ময়মনসিংহে ভূয়া ডিবি গ্রেফতার

by Newsroom
ময়মনসিংহে

ময়মনসিংহে প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে একজন ভূয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার সাথে থাকা একটি জ্যাকেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

৬ ডিসেম্বর রোববার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার গভীর রাতে
নগরীর আকুয়া বাইপাস মোড়ে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শাহীন (২৮) মুক্তাগাছা উপজেলার রাইথুরা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে কোম্পানী কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি জানান, গতকাল রাতে স্থানীয়দের হাতে ভুয়া ডিবি পুলিশ আটকের সংবাদ পেয়ে র‌্যাবের টিম ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার সঙ্গে থাকা একটি জ্যাকেট, নদগ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশ পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে সাধারন জনগণের সঙ্গে প্রতারণা করতো শাহীন। এছাড়া তার সঙ্গে আরও ৪-৫ জন রয়েছে। মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের কাজটিও করতো তারা। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : সাতক্ষীরায় ভূয়া নারী চিকিৎসকের কারাদণ্ড

ভয়েস টিভি/এমএই্চ

You may also like