Home সারাদেশ ময়মনসিংহ মেডিকেলে আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ৫ জনের মৃত্যু

by Amir Shohel

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ৫ জনের মৃত্যু হয়েছে।

৩১ আগস্ট মঙ্গলবার সকাল ৮টা থেকে ০১ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে একজন করোনা শনাক্ত ও ৪ জনের উপসর্গ ছিল। তাদের মধ্যে একজন নারী ও ৪ জন পুরুষের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তারাকান্দা উপজেলার নুরুল ইসলাম (৬৫)। এছাড়া উপসর্গ নিয়ে মৃতরা হলেন- গৌরীপুরের রাজিয়া সুলতানা (৮০), ভালুকার রুবেল মিয়া (৩৬), গফরগাঁওয়ের হীরা (৬০) ও জামালপুর সদরের হাতেম আলী (৭২)।

হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান বুধবার সকালে ভয়েস টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে করোনা ইউনিটে ১৪৬ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ১২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১০ জন।

এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ১১ জন রোগী। এ সময়ের মধ্যে ২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে ৬১ জন সেবা নিয়েছেন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১০ জন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, নতুন করে ৬১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ২১ হাজার ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ভয়েসটিভি/এএস

You may also like