Home সারাদেশ ময়মনিসংহে ট্রাক চাপায় সিএনজির তিন যাত্রী নিহত

ময়মনিসংহে ট্রাক চাপায় সিএনজির তিন যাত্রী নিহত

by Amir Shohel
ট্রাক-সিএনজি স্কুটার

ময়মনসিংহে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারীসহ দুজন।

২০ ডিসেম্বর রোববার রাত পৌনে ৯ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বেলতলী এলাকায় দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং নিহতরা সবাই পুরুষ। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি ভয়েস টিভিকে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন। তিনি বলেন, খুব দ্রুত গতিতে ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। কিন্তু বেলতলী এলাকায় বালু বোঝাই ট্রাক চাপায় অটোরিকশাটি পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এসময় আহত হয়েছে আরও দুইজন।

এখনো নিহত বা আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে নিহতরা সবাই পুরুষ বলে জানান ওসি।

ভয়েসটিভি/এএস

You may also like