Home সারাদেশ নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চে ডাকাতি

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চে ডাকাতি

by Newsroom
যাত্রীবাহী লঞ্চে

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী এমভি মকবুল-২ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটেছে বলে আজ ২০ নভেম্বর শুক্রবার সকালে নিশ্চিত করেছেন নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

নৌ-পুলিশ  জানিয়েছে, লঞ্চটিতে প্রায় ১৫০ যাত্রী ছিলেন। স্পিডবোটে চড়ে ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে লঞ্চের ভিতরে প্রবেশ করে। সে সময় তারা প্রায় ৩০টি মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও মালামাল নিয়ে গেছে।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (চলতি দায়িত্ব) মুজিবুর রহমান বলেন, ‘প্রায় ১৫০ যাত্রী নিয়ে রাত ৯টায় নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব যাচ্ছিল এমভি মকবুল-২ নামের যাত্রীবাহী লঞ্চ।’

‘মুন্সিগঞ্জের গজারিয়াঘাটে যাত্রী নামিয়ে আবার চাঁদপুরের দিকে যাত্রা শুরু করলে পথে রাত পৌনে ১১টার দিকে মেঘনার মোহনায় ষাটনল এলাকায় স্পিডবোটে চড়ে ৮ থেকে ১০ জনের ডাকাতদল লঞ্চে প্রবেশ করে।’

আরও পড়ুন- মেঘনায় বরযাত্রীবাহী লঞ্চ ডাকাতি

‘তারা দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের হুমকি দেয় এবং প্রায় ৩০টি মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়।’

‘তাদের কাউকে আটক করা যায়নি’, উল্লেখ করে তিনি আরও বলেন, ‘স্থানীয়ভাবে কয়েকজন নৌ-পুলিশকে সংবাদ দিলে তারা তাৎক্ষণিক স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যান।’

তিনি জানান, এ ঘটনায় যাত্রীরা কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লঞ্চের স্টাফ সবুজ মিয়াঁ জানায় , স্পিডবোটে চড়ে প্রথমে এক ডাকাত লঞ্চে উঠে। এর বেশ কিছুক্ষণ পর দুটি স্পিডবোটে ৮ থেকে ১০ ডাকাত লঞ্চে আসে। এরপর তারা ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শতাধিক মোবাইল সেট, নগদ টাকা, মহিলাদের স্বর্ণালংকার ও মালামাল লুট করে নেয়। লঞ্চের বেশিরভাগ যাত্রী ছিলেন চাকরিজীবী।

You may also like