Home অপরাধ রায় ঘোষণার একদিন পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

রায় ঘোষণার একদিন পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

by Newsroom
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত

গৃহবধুসহ শিশু অপহরণ মামলার রায় ঘোষণার একদিন পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দন্ডিত লুৎফর রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মৃত রহিম উদ্দিনের ছেলে। সে র্দীঘদিন থেকে ধলাগাছ গ্রামে বসবাস করছিলেন।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ২৩ সেপ্টেম্বর বুধবার গৃহবধুসহ শিশু অপহরণ মামলায় লুৎফর রহমানের যাবজ্জীবন কারাদন্ড দেয় নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আহসান তারেক।

আরও পড়ুন- মা-শিশু অপহরণ, ১৬ বছর পর মামলার রায়

অশোক কুমার পাল বলেন, রাজমিস্ত্রি মতিয়ার রহমানের স্ত্রী ছাবিয়া খাতুনকে প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিতো প্রতিবেশী লুৎফর রহমান। রাজি না হওয়ায় ২০০৪ সালের ১০ জুন দুপুরে গৃহবধু ছাবিয়া খাতুন ও তার শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় লুৎফর রহমান।

এ ঘটনায় গৃহবধুর স্বামী থানায় ১৬জুন মামলা করেন। বিকেলে তাকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

ভয়েস টিভি/টিআর

You may also like