Home সারাদেশ ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

by Newsroom
মুদি দোকানি

ঠাকুরগাঁওয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে আবুল কাশেম নারদ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে প্রতিবেশী ইউসুফ আলীকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

৩ ডিসেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল কবীর এ রায় দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ইউসুফ আলী ঠাকুরগাঁও সদর উপজেলার খাগড়াবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। রায়ের দিন তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

এছাড়াও এই মামলার অপর চার আসামি আলাল উদ্দীন (৫০), ছুটকু (৭০), সিরাজ উদ্দীন (৩৩) ও মকবুল হোসেনের (৪০) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ মে সকালে ইউসুফ আলী সদলবলে প্রতিবেশী আবুল কাশেম নারদকে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই নারদ মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে সোহেল আলম বাদী হয়ে সাত জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা এ দণ্ড দেয়া হয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like