Home ধর্ম যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার দোয়া

যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার দোয়া

by Amir Shohel

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মা-তি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি পরিপূর্ণ কালামের দ্বারা যাবতীয় দুষ্টের অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

উপকার : আবু সালিহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আস্লাম গোত্রের এক লোককে বলতে শুনেছি, আমি রাসূল (সা.)-এর নিকট বসা ছিলাম। তখন তাঁর এক সঙ্গী এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমি রাতে দংশিত হওয়ার কারণে সারা রাত ঘুমাতে পারিনি।

তিনি বলেন, কিসে দংশন করেছে? আমি বললাম, বিচ্ছু। তিনি বলেন, রাতের বেলায় তুমি যদি এ কথা বলতে (উপরোক্ত দোয়া), তাহলে আল্লাহর ইচ্ছায় কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারত না। (আবু দাউদ, হাদিস : ৩৮৯৮)।

এ কারণে উলামা-মাশায়েখদের কাছে ছোট বাচ্চাদের নিয়ে গেলে তাঁরা এই দোয়া পড়ে দম করেন।

You may also like