Home প্রবাসী যুক্তরাজ্যে করোনায় ৫ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাজ্যে করোনায় ৫ বাংলাদেশির মৃত্যু

by Newsroom

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন বাংলাদেশির মৃত‌্যু হয়েছে। ২৩ জানুয়ারি শ‌নিবার বিকালে ম্যানচেস্টারের কমিউনিটির তরুণ ব্যবসায়ী মামুন আহমদ ও পু‌লিশ সদস‌্য আব্বাস উদ্দিন আহমেদের জানাজা শেষে ম্যানচেস্টারের সাউদার্ন সিমেট্রিতে দাফন সম্পন্ন হয়।

ম্যানচেস্টারের বাসিন্দা ব‌্যবসায়ী আব্দুল ওয়াদুদ শনিবার সন্ধ‌্যায় করোনায় মৃত্যুবরণ করেছেন। মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলাইম গ্রামে।

সাংবা‌দিক মোয়াজ্জেম সাজু জানান, শ‌নিবার সন্ধ‌্যায় লন্ডনের অদূরে লুটনে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান কুলাউড়ার র‌ঙ্গিরকুলের আব্দুস শহীদ। তিনি মোয়াজ্জেম সাজুর চাচা শশুর। গতকাল মৃত‌্যুর খবর পাওয়া যায় ছাত‌ক উপজেলার ছৈলা গ্রামের আব্দুস শহীদ কালাই মিয়ার। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন।

কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী রবিবার বলেন, করোনায় এখন পর্যন্ত ৩৫০ জনের বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like