Home বিশ্ব করোনায় মৃত্যু: যুক্তরাজ্যে ৫০, স্পেনে ৪০ হাজার ছাড়াল

করোনায় মৃত্যু: যুক্তরাজ্যে ৫০, স্পেনে ৪০ হাজার ছাড়াল

by Shohag Ferdaus
যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে। এদিকে স্পেনেও করোনায় মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। ১২ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারস’র তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা সংক্রমণের দিক দিয়ে অষ্টম স্থানে রয়েছে যুক্তরাজ্যের নাম। তবে মৃত্যুর হিসেবে দেশটির অবস্থান চতুর্থ। বিশ্বে চতুর্থ দেশ হিসেবে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫০ হাজার ৩৬৫ জন। আর আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন।

এদিকে বিশ্বে করোনা সংক্রমণের দিক দিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে স্পেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর সংক্রমণ ছাড়িয়েছে ১৪ লাখ ৬৩ হাজার।

ওয়ার্ল্ডোমিটারস’র তথ্য অনুযায়ী, স্পেনে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪০ হাজার ১০৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৬৩ হাজার ৯৩ জন।

ভয়েস টিভি/এসএফ

You may also like