Home বিশ্ব যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা

যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা

by Newsroom
করোনা

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে গড়লেন নতুন এক ইতিহাস।

আমেরিকার আড়াইশ বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হলেন ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর।

৫৫ বছর বয়সী এ রাজনীতিকই দেশটির প্রধান দুই দলের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশীয় বংশোদ্ভূত হিসেবে এ পদে বাজিমাত করেছেন।

জানা যায়, এ পর্যন্ত মাত্র দুজন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন এবং ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। কিন্তু তাদের কেউই নির্বাচিত হতে পারেননি।

আবার বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিলে আমেরিকার ইতিহাসে কমলা হবেন প্রথম নারী প্রেসিডেন্ট। এটা হবে আরও একটি বড় রেকর্ড।

১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে কমলা হ্যারিস জন্মগ্রহণ করেন। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।

২০১০ সালে কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন এবং দুই বছর দায়িত্ব পালন করেন।

এদিকে ৭৭ বছর বয়সী বাইডেন হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া সবচেয়ে বেশি বয়সী রাজনীতিক। যে কারণে এক মেয়াদের বেশি তার হোয়াইট হাউজে থাকার সম্ভাবনা কম বলেও অনেকে মনে করছেন।

সে ক্ষেত্রে ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলার সম্ভাবনাই সবচেয়ে উজ্জ্বল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ভয়েস টিভি/এমএইচ

You may also like