Home খেলার খবর আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

by Newsroom
সাকিব

করোনা মহামারির দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে কাটিয়ে ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এক মাস না হতেই আবারও যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যাদের কাছে ফিরে যাচ্ছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

২ অক্টোবর রাত ৩টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাকিব ঢাকা ত্যাগ করবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।

তিনি জানান, আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আবারও নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

‘কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যাওয়ায় এবং সামনে তেমন কোন সিরিজ ও না থাকায় তিনি আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন।’

জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। চলতি মাসের ২৯ অক্টোবরের পর থেকে মুক্ত হবেন তিনি।  এরপর তিনি দ্রুতই ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন।

বাংলাদেশের পরবর্তী সিরিজ আগামী বছরের জানুয়ারিতে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে সাকিবের।

ভয়েস টিভি/টিআর

You may also like