Home প্রবাসী যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার পর বাংলাদেশির আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার পর বাংলাদেশির আত্মহত্যা

by Newsroom
যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে স্ত্রী সৈয়দা সোহেলী আকতার চায়নাকে (৪৩)  হত্যার পর আত্মহত্যা করেছেন আবুল আহসান হাবিব (৫২) নামের এক প্রবাসী বাংলাদেশি।

এ ঘটনা স্থানীয় কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ২৭ সেপ্টেম্বর রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ফিনিক্স শহরের লাভিন এলাকায় এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে। এতে ফিনিক্স পুলিশের বরাত দিয়ে বলা হয়, রাতে ওই দম্পতির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে এক পর্যায়ে হাবিবের স্ত্রী পুলিশকে ফোন দেয়।  কথা বলার সময়ই স্ত্রীকে গুলি করেন হাবিব। ফোনে গুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, তার দুই ছেলে ফিনিক্সেই মা-বাবাকে দাফন করতে চান। ময়নাতদন্ত শেষে লাশ পেলেই দাফনের ব্যবস্থা করা হবে।

সেখানে বসবাসরত একাধিক প্রবাসী জানিয়েছে, তাদের দুজনের বাড়ি বাংলাদেশের মাগুরায়। সম্প্রতি হাবিব ক্যান্সারে আক্রান্ত হন, তবে বিষয়টি পরিবারের কাছে গোপন রেখেছিলেন।

২০০৮ সালে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে দুই পুত্রসহ এই দম্পতি আরিজোনায় বসতি গড়েন। স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। সোহেলী আকতারের একটি বিউটি পারলার রয়েছে। হাবিব কাজ করতেন একটি রেস্টুরেন্টে।

করোনার কারণে উভয়েই বেকার হয়ে পড়েছেন। অর্থনৈতিক দৈন্যতার ফলে এ ঘটনাটি ঘটেছে বলেও অনেকেই ধারণা করেছেন।

ভয়েস টিভি/টিআর

You may also like