Home প্রবাসী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই ভাই নিহত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই ভাই নিহত

by Shohag Ferdaus

নায়াগ্রা জলপ্রপাত দেখে ফেরার পথে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুই ভাই। এছাড়া এ দুর্ঘটনায় বাংলাদেশি ছাড়া আরও একজন নিহত হয়েছেন। ১৮ আগস্ট মঙ্গলবার ভোররাতে বাফেলো থেকে নিউ ইয়র্কে যাওয়ার সময় রচেস্টার এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ।।

নিহত দুই বাংলাদেশি হলেন- মোজাম্মেল হক রাসেল (৩০) ও তার ছোট ভাই হিমেল এ জয়ও (২৪)। এ ঘটনায় মহসিন আহমেদ (২৩) ও কেনেডি অপি (১৮) নামে দুইজন আহত হন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

নিউ ইয়র্ক রাজ্য পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে (ভুল পথে) আসা একটি গাড়ির সঙ্গে রাসেলের গাড়ির সংঘর্ষ হয়। এ সময় দুই ভাইসহ অন্য গাড়িটির চালক ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোক ঘটনাস্থলে মারা যান। তিনি ওহাইয়োর বাসিন্দা।

রাসেল নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।

জানা গেছে, রাসেলসহ অন্যরা নায়েগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।

ভয়েস টিভি/প্রবাসী ডেস্ক/এসএফ

You may also like