Home সারাদেশ যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার

যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার

by Amir Shohel
মরদেহ উদ্ধার

ফেনীর কাজীরবাগ ইউনিয়নের পূর্ব রুহিতিয়া পরিত্যক্ত টয়লেটের পেছন থেকে সালমান হোসেন শিপন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওমর হায়দার। তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তার মৃত্যুর কারণ এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহটি ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান, শিপন পূর্ব রুহিতিয়া গ্রামের হাজী বাড়ির মৃত শহিদুল ইসলাম মনু মিয়ার ছেলে। সে ঢাকায় স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করত। শুক্রবার বাড়িতে আসে শিপন। আজ সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার দুহাতের রগ কাটা ছিল, এছাড়া বাম চোখ ছিল উপড়ানো। তার পুরষাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে।

শিপনের মা জানান, শনিবার সন্ধ্যা থেকে শিপনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল ইসলাম, ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, ডিবির ওসি এএনএম নুরুজ্জামান ঘটনাস্থলে যান।

ভয়েসটিভি/এএস

You may also like