4
গাজীপুরের রাজেন্দ্রপুর নান্দুয়াইন এলাকার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ এটি উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঞা জানান, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে জিন্স প্যান্ট ও ফুল শার্ট ছিলো। তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাতে চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে ৪-৫দিন আগে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্যে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভয়েস টিভি/এমএইচ