Home সারাদেশ বেগমগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বেগমগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

by Shohag Ferdaus
দুর্ঘটনায়

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ আসলাম হুসেইন (২৬) নামে এক যুুুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। এ ঘটনায় মো. বেলাল হোসেন নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

২৬ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আসলাম হুসেইন উপজেলার কুতুবপুর গ্রামের মো. নুরুল হকের ছেলে। আহত মো. বেলাল হোসেন একই এলাকার বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে তারা চৌমুহনী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হুসেইন ঘটনাস্থলেই নিহত হন।

বেগমগঞ্চ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like