Home সারাদেশ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীলফামারীর দুই গৃহহীন ঘর পাচ্ছে

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীলফামারীর দুই গৃহহীন ঘর পাচ্ছে

by Shohag Ferdaus
দুই গৃহহীন ঘর পাচ্ছে

আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে দলের নেতা কর্মীরা। এছাড়া সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। ১১ নভেম্বর বুধবার দুপুরে শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা যুবলীগের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে দুটি অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

পরে সেখানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি রামেন্দ্র বর্ধন বাপ্পী। এতে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন বক্তব্য দেন এতে।

এর আগে শহরে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ‘কেউ গৃহহীন থাকবে না’ বাস্তবায়নে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দুটি অসহায় দরিদ্র পরিবারকে ঘর তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রত্যেকটি ঘরের ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার ১ শ টাকা।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত মাহবুব-উল আলম হানিফ

ভয়েস টিভি/এসএফ

You may also like