Home রাজনীতি প্রতিষ্ঠাকালীন আদর্শে ফিরতে কাজ করছে যুবলীগ

প্রতিষ্ঠাকালীন আদর্শে ফিরতে কাজ করছে যুবলীগ

by Newsroom
কমিটি

ক্যাসিনো কেলেঙ্কারির পর গেলো বছর ২৩ নভেম্বর জাতীয় কংগ্রেসের মাধ্যমে যুবলীগের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নির্বাচন করা হলেও দশমাসেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি যুবলীগের।

নির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল বলছেন ক্যাসিনো কালিমা মুছে প্রতিষ্ঠাকালীন আদর্শে ফিরতে চায় যুবলীগ। আর তাই পরিচ্ছন্ন ইমেজের নেতা খুঁজে কমিটি পূর্ণাঙ্গ করতে কিছুটা দেড়ি হচ্ছে বলে জানিয়েছেন শীর্ষ এই দুই নেতা।

পূর্নাঙ্গ কমিটি করতে ১৫শ জীবনবৃত্তান্ত যাচাইবাছাই করে কমিটি গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। এছাড়া, ঢাকার বাইরে যেখানেই যুবলীগের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে সেখানেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। দল গোছাতে ও নেতাদের খোঁজখবর নিতে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ক্যাসিনো, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত এ ধরণের কেউ যাতে সংগঠনের সঙ্গে যুক্ত হতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। যেখানেই আমরা অনিয়ম দেখছি সেখানেই আমরা সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রশাসনকেও ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, আমাদের গঠনতন্তের খসড়া চুড়ান্ত। কিছুটা রদবদল আসতে পারে। সম্পাদকমন্ডলীর পদ বৃদ্ধি করা এবং সহ সম্পাদক পদটি থাকবে কি থাকবে না তা নিয়েও বিচার বিশ্লেষণ চলছে।

এদিকে যুবলীগের বিতর্কিত নেতৃত্বদের হাতে কোণঠাসা হয়ে থাকা কর্মীরা সরব হয়ে উঠেছেন রাজনীতিতে। তারা তাদের প্রাপ্য সম্মান ও পদ পেতে তৎপরতা চালাচ্ছেন।

আর যারা মাদক বা ক্যাসিনোর সাথে জড়িত ছিলো তারা যাতে করে যুবলীগের কোন কমিটিতে পদ না পায়, সেজন্য সজাগ রয়েছে দলের হাইকমাণ্ড। এমনকি রাজধানীর বাইরের জেলাগুলোর কার্যক্রমও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

অন্যদিকে দীর্ঘ নয় বছরেও ঢাকা মহানগর পর্যায়ে কোনো সম্মেলন না হওয়ায় ভারপ্রাপ্ত দিয়ে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ যুবলীগ। মহানগরকে ভারমুক্ত না করায় হতাশ নেতারা। সম্মেলন এর মাধ্যমে মহানগরে নতুন কমিটি আসবে এমনটাই প্রত্যাশা এখানকার নেতাদের।

কেন্দ্রীয় কমিটি গঠনে এখনো দিনক্ষণ চূড়ান্ত করেনি যুবলীগ।

ভয়েস টিভি/টিআর

You may also like