Home জাতীয় দেহ বিষমুক্ত করতে সহায়তা করে যোগব্যায়াম : রীভা গাঙ্গুলি

দেহ বিষমুক্ত করতে সহায়তা করে যোগব্যায়াম : রীভা গাঙ্গুলি

by Newsroom
যোগব্যায়াম

ঢাকা : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, দেহ বিষমুক্ত ও পুনুরুজ্জীবিত করতে সহায়তা করে যোগব্যায়াম । যোগ আমাদের মানসিক চাপ কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।  নিয়মিত যোগব্যায়াম অনুশীলন, ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ও আয়ুর্বেদের ভেষজ চিকিৎসা মনকে শান্ত করে।

২৪ জুলাই শুক্রবার ‘আমার জীবন- আমার যোগ’ শীর্ষক ভিডিও ব্লগিং প্রতিযোগিতার অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

হাইকমিশনার বলেন, বৈশ্বিক মহামারি করোনায় যোগ ও  আয়ুর্বেদ আমাদের মনকে শিথিল করতে এবং আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ব্যাপক সহায়তা করে। পাশাপাশি  চাপ ও উদ্বেগ হ্রাস করতেও সহায়তা করে।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২১ জুন ষষ্ঠ আন্তর্জাতিক যোগ (ইয়োগা) দিবস (আইডিওয়াই) উদযাপিত হয়। এই উপলক্ষে ভারত সরকারের আয়ুশ মন্ত্রণালয়, সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ক ভারতীয় কেন্দ্র (আইসিসিআর) এবং ঢাকার ভারতীয় দূতাবাস যৌথভাবে আয়োজন করে আমার জীবন- আমার যোগ (ইয়োগা) শীর্ষক ভিডিও ব্লগিং প্রতিযোগিতা। আমার জীবন- আমার যোগ এটি জীবন যোগ নামেও পরিচিত।

ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পরিচালনা করা হয়। বাংলাদেশ থেকেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে ২৩ জুলাই বৃহস্পতিবার হাইকমিশনারের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ সম্পন্ন হয় এবং এ প্রতিযোগিতার ১৮ জন বিজয়ীর প্রশংসাপত্র  প্রদর্শন করা হয়। পরবর্তীকালে বিজয়ীদের কাছে এই প্রশংসাপত্রগুলো পৌঁছে দেওয়া হবে।

হাইকমিশনার বিজয়ীদের অভিনন্দন জানান এবং অনুষ্ঠানে নগদ পুরস্কার ঘোষণা করেন।  পুরস্কারের মধ্যে পেশাদার বিভাগ: প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১৫ হাজার টাকা। প্রাপ্ত বয়স্ক বিভাগ (১৮ বছরের বেশি): প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা।

যুব বিভাগ (১৮ বছরের কম বয়সী): প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৪ হাজার টাকা।

বিজয়ীরা ‘আমার জীবন- আমার যোগ’ ভিডিও ব্লগিং প্রতিযোগিতার বিশ্বব্যাপী প্রতিযোগিতার জন্য তিন ক্যাটাগরিতে নারী-পুরুষ আলাদা ভাবে মোট ৬টি বিভাগে মনোনিত হয়েছেন।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ

You may also like