Home সারাদেশ যৌতুক না পেয়ে ফরিদপুরে গৃহবধূ হত্যার অভিযোগ

যৌতুক না পেয়ে ফরিদপুরে গৃহবধূ হত্যার অভিযোগ

by Newsroom
বাস

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামে যৌতুক না পেয়ে রুমা আক্তার (২৫) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। ১৪ ডিসেম্বর সোমবার বিকালে গৃহবধু রুমার মরদেহ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের পিতা সোহরাব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রুমার মরদেহ ময়নাতদন্তের জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে রুমার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিহত রুমার পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর গ্রামের সোহরাব মাতুব্বরের কন্যা রুমা আক্তারের বিয়ে হয় ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের শওকত মোল্যার সাথে। বিয়ের পর স্বামী শওকত মোল্যা বিদেশ চলে যায়। এরপর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুর বাড়ির লোকজন রুমাকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে।

মেয়ের সুখের কথা চিন্তা করে ধার দেনা করে কয়েক লাখ টাকা যৌতুক দেয়া হয় শওকতের পরিবারকে। গত দুমাস আগে সৌদি আবর থেকে স্বামী শওকত দেশে ফিরে এসে আবারও যৌতুকের জন্যে রুমা ও তার পরিবারকে চাপ দিলে আরও টাকা দেয়া হয় হয়। দুইদিন আগে রুমা ফোন করে জানায়, তাকে মারপিট করা হচ্ছে।

নিহত রুমার পিতা সোহরাব মাতুব্বর জানান, রুমার স্বামী বিদেশে যাবার সময়ও বেশকিছু টাকা দেয়া হয়। পরবর্তীতে কয়েক দফায় টাকা দেয়া হয়। সৌদি আবর থেকে দেশে ফেরার পর বাড়ি করার কথা বলে শওকত আরও টাকা নেয়। গত কয়েকদিন আগে শওকত আরও টাকা চায়। টাকা না দিতে পারায় সে আমার মেয়েকে মারপিট করে। আমার মেয়ে আমাকে ফোন করে মারপিটের কথা জানায়।

সোমবার সকালে রুমার শ্বশুরবাড়ির লোকজন ফোন করে জানায় রুমা মারা গেছে। আমরা রুমার শশুড় বাড়িতে গিয়ে কাউকে পাইনি। পরে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে। আমার মেয়েকে যৌতুকের জন্যে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ শেখ মো. সোহেল রানা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ রুমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : আওয়ামী লীগ নেতাদের মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

ভয়েস টিভি/এমএইচ

You may also like