Home বিশ্ব স্বাধীনতা দিবসের আগে আফগানিস্তানে রকেট হামলা

স্বাধীনতা দিবসের আগে আফগানিস্তানে রকেট হামলা

by Shohag Ferdaus

আফগানিস্তানের স্বাধীনতা দিবসের ঠিক এক দিন আগে দেশটির রাজধানী কাবুলে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার দেশটিতে অবস্থিত প্রধান কূটনৈতিক এলাকাসহ বেশ কয়েকটি স্থানে এসব হামলা চালানো হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ১৯১৯ সালের অ্যাংলো-আফগান চুক্তির মাধ্যমে ১৯ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, দু’টি যান থেকে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। এ বিস্ফোরণে কূটনৈতিক এলাকা কেঁপে উঠেছে।

রয়টার্সের এ প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পরপরই ওই এলাকায় লকডাউন জারি করা হয়। এছাড়া বিভিন্ন দূতাবাসের কর্মীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। ওই হামলায় হতাহতের বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ক/এসএফ

You may also like