Home সারাদেশ মাসজুড়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ করবে এলজিইডি

মাসজুড়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ করবে এলজিইডি

by Shohag Ferdaus
গ্রামীণ সড়ক

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উদ্যোগে নীলফামারীতে মাসব্যাপী ‌‌‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ’ শুরু হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ শ্লোগানে ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলার নির্বাহী প্রকৌশলী সুজন কমুার কর।

সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বুলুর বটতলা নামক স্থানে সড়কের গর্ত সংস্কার করে জেলায় অক্টোবর মাসব্যাপী রক্ষণাবেক্ষণ কর্মসূচি শুরু হয়।

এতে সিনিয়র সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, এলজিইডির আওতায় জেলায় ১৩০২টি সড়ক রয়েছে। যার দৈর্ঘ্য ৩৭৩৫ কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক রয়েছে ১১৮৪ কিলোমিটার। এসব সড়ক রক্ষণাবেক্ষণের জন্যে ৬০৬ জন কর্মী রয়েছে।

এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, মাসব্যাপী এলজিইডির আওতায় যেসব সড়কে ছোট ছোট গর্ত রয়েছে সেগুলো সংস্কার করে সড়কে স্বাভাবিক চলাচলের গতি ফেরানো হবে।

তিনি আরও বলেন, এছাড়া রক্ষণাবেক্ষণে বরাদ্দ অর্থ সর্বোত্তম ব্যবহার, সড়ক অবকাঠামোর ক্ষয়ক্ষতির হার কমিয়ে এনে স্থায়ীত্ব বৃদ্ধি করা এবং সংস্কার কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বছরব্যাপী তাৎক্ষণিকভাবে সড়ক সংস্কার কাজ চালুর জন্য উদ্বুদ্ধ করা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like