ভারতের বৈশাখি লগ্নে ১৪ এপ্রিল বিয়ে করেছেন আলিয়া ভাট এবং রণবীর কপূর। কপূরদের বান্দ্রার ‘বাস্তু’ আবাসনেই বিয়ের মণ্ডপ বসেছিল। ছোট অথচ রাজকীয় ঢঙেই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। বিয়ের দু’দিন পরেও বলিউডের নবদম্পতিকে নিয়ে মাতামাতি তুঙ্গে। তাদের বিভিন্ন ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেটমাধ্যমের আনাচে কানাচে। জানা যাচ্ছে অন্দরমহলের মজাদার এবং চমকপ্রদ কিছু তথ্য।
উপহার দেওয়া নেওয়া পর্বের খুঁটিনাটি প্রকাশ্যে এসেছে এবার। কনেপক্ষের তরফে অতিথিদের সবাইকে একটি করে কাশ্মীরি শাল উপহার দেওয়া হয়েছে। আলিয়া নিজে বেছে রেখেছিলেন সবগুলি। কনের মা সোনি রাজদান তার জামাইকে একটি ঘড়ি উপহার দিয়েছেন, যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
বিয়ের অনুষ্ঠানকে আরও মজাদার করে তুলেছিলেন ভাট পরিবারের নারীরা। ঐতিহ্য বজায় রেখে বর রণবীরের জুতা চুরি করেছিলেন ভাট বাড়ির মেয়েরা। বিয়ের পরে রণবীরের কাছে তাদের দাবি ছিল, জুতা ফেরত পেতে হলে সাড়ে ১১ কোটি টাকা দিতে হবে। বহু তর্ক-বিতর্কের পরে শ্যালিকাদের হাতে একটি খাম ধরিয়ে দেন রণবীর। তবে তাতে সাড়ে ১১ কোটি টাকা দেওয়া হয়নি। তাদের চাহিদার তুলনায় অনেক কম, মাত্র এক লাখ টাকা দিয়ে জুতা ফেরত নিয়েছেন নায়ক।
এই সমস্ত তথ্য মিলেছে পুরোহিত রাজেশ শর্মার সূত্রে। এই জুটির বিয়ে দিয়েছিলেন এই পুরোহিত।
তার কথায় জানা গেল, কয়েকটি প্রথা বাদ রাখা হয়েছে সকলের সুবিধার্থে। বিয়ের দিন পাঁচেকের মধ্যেই হলিউডের ছবি ‘দ্য হার্ট অব স্টোন’-এর শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন আলিয়া। হলি তারকা গ্যাল গ্যাডটের সঙ্গে। তাই বিয়ের পরে অন্তত ৪০ দিন ধরে টানা চুড়ি পরে থাকা সম্ভব নয়। তাই পঞ্জাবি বিয়ের ‘চুড়া’ প্রথা বাদ দেওয়া হয়েছে।
সূত্র: আনন্দবাজার
ভয়েস টিভি/এসএফ