Home সারাদেশ চাঁদপুরের সাংবাদিক রফিকুল ইসলাম মিয়াজী আর নেই

চাঁদপুরের সাংবাদিক রফিকুল ইসলাম মিয়াজী আর নেই

by Shohag Ferdaus
রফিকুল ইসলাম মিয়াজী

চাঁদপুরের প্রবীণ সাংবাদিক রফিকুল ইসলাম মিয়াজী (৬০) মারা গেছেন। ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ১১টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ সাংবাদিক।

রফিকুল ইসলাম মিয়াজী প্রায় এক যুগের বেশি সময় ধরে চাঁদপুর সংবাদ ও চাঁদপুর প্রতিদিনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জীবদ্দশায় তিনি চাঁদপুর সংবাদ পত্রিকায় প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ এর বিষ্ণুদী উত্তর মহল্লা কমিটির প্রচার সম্পাদক ছিলেন।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী রোডের নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সাংবাদিক রফিকুল ইসলাম মিয়াজীর মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like