Home খেলার খবর বার্সায় যাচ্ছেন রবার্ট লেভানডভস্কি!

বার্সায় যাচ্ছেন রবার্ট লেভানডভস্কি!

by Imtiaz Ahmed

বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি যাচ্ছেন বার্সেলোনায়।বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে এমনটাই। বায়ার্নের  সঙ্গে এই পোলিশ স্ট্রাইকারের চুক্তি শেষ হবে ২০২৩ সালে।

বায়ার্ন মিউনিখে রবার্ট লেভানডভস্কি যোগ দিয়েছিলেন ২০১৪ সালে। বরুশিয়া ডর্টমুন্ড ছাড়ার পর ফ্রি ট্রান্সফার ফিতে বায়ার্নে আসার পর এর প্রতিদানও দিয়েছেন এই পোলিশ স্ট্রাইকার।

লেভান্ডভস্কি এখন পর্যন্ত ২৪৬ টি ম্যাচ খেলে গোল করেছেন ২৩৪ টি।জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, সাতবার লিগ শিরোপা।

উয়েফা বর্ষসেরা স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন দুবার। চলতি মৌসুমেও ২৭ ম্যাচে ৩১ করেছেন গোল। তাই এবার বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ হলে নতুন চ্যালেঞ্জ নিতে চান পোলিশ স্ট্রাইকার।

এদিকে লেভানডভস্কির ইচ্ছার কথা শুনে এরই মধ্যে তাকে প্রস্তাবও জানিয়েছে বার্সা।

জানা গেছে বার্সা লেভানডভস্কিকে চার বছরের জন্য চুক্তি করতে প্রস্তাব দেবে। বার্সেলোনার মালিক হুয়ান লাপোর্তা বিশ্বাস করেন, ‘এই বয়সেও লেভানডভস্কি শীর্ষস্তরে পারফর্ম করতে পারে।’

এদিকে লাপোর্তার সঙ্গে লেভানডভস্কির এজেন্ট পিনি জাহিভির সম্পর্ক অনেক ভালো। ফলে যদি লেভানডভস্কিকে লাপোর্তা দলে আনতে চান, তবে তার এজেন্টের সঙ্গে কথা এগোলেই হবে।

সুয়ারেজ দল ছাড়ার পর থেকেই বার্সেলোনা তাদের সলিড নাম্বার নাইন পজিশনে খেলতে পারে–এমন খেলোয়াড় খুঁজছে।

আগুয়েরো দলে এলেও হৃদ্‌রোগের সমস্যার কারণে অবসর নিয়েছেন। বর্তমানে অবামিয়াং দলের মূল নাম্বার নাইনে খেললেও বার্সার চোখ আরও বড় খেলোয়াড়ের দিকে।

যদি বার্সেলোনা হল্যান্ড অথবা এমবাপ্পেকে দলে নিতে ব্যর্থ হয়, তবে লেভানডভস্কিকে অবশ্যই দলে নিতে দেরি করবেন না লাপোর্তা।

You may also like