Home অপরাধ ইউএনওর ওপর হামলার মামলায় রবিউলের স্বীকারোক্তি

ইউএনওর ওপর হামলার মামলায় রবিউলের স্বীকারোক্তি

by Newsroom
হামলার মামলায়

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি রবিউল।

২০ সেপ্টেম্বর রোববার ২য় দফার ৩দিনের রিমান্ড শেষে রবিউল ইসলামকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য হাজির করা হয়।

পরে দুপরে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রবিউল। এই মামলার ৫ আসামির মধ্যে আসাদুল, নবিরুল, সান্টু ও পলাশ কারাগারে। তবে, হামলায় তারা জড়িত নন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের সার্বিক তদন্ত, আলামত এবং সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী ইউএনও’র বাড়ির বরখাস্তকৃত মালিই মূল হামলাকারী রবিউল ইসলাম। মামলা তদন্তের অগ্রগতি নিয়ে দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, রবিউলই যে এই অপরাধ করেছে তার যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে।

পুলিশের গোয়েন্দা সংস্থা-ডিবির তদন্তেও হামলার সঙ্গে রবিউল ইসলাম একাই জড়িত ছিলো বলে প্রমাণিত হতে যাচ্ছে।

পুলিশ জানায়, রবিউলের বক্তব্য তাকে অন্যায়ভাবে চুরির অভিযোগ তার ওপর চাপিয়ে দিয়ে ইউএনও ওয়াহিদা খানম গত জানুয়ারি মাসে তাকে সাময়িক বরখাস্ত করে। পরবর্তীতে গত ১ আগস্ট দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম রবিউলকে মালির চাকরি থেকে বরখাস্ত করেন।

“এই ক্ষোভ ও অভিমানে রবিউল পরিকল্পনা করে ইউএনও ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তার মনের যন্ত্রনা নিবারণ করেন।”

ভয়েস টিভি/টিআর

You may also like