Home খেলার খবর দেশকে প্রাধান্য দিয়ে এবার পিএসএল ছাড়লেন রশিদ খান

দেশকে প্রাধান্য দিয়ে এবার পিএসএল ছাড়লেন রশিদ খান

by Shohag Ferdaus
প্রাধান্য

এমনিতেই বিদেশি তারকা শূন্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর। তাও যে কয়জন আছেন, প্রথম রাউন্ডের খেলা শুরু না হতেই চলে যাচ্ছেন তারাও। দেশকে প্রাধান্য দিয়ে আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। এবার টুর্নামেন্ট ছাড়লেন আফগান সুপার স্টার রশিদ খান।

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে দেশের হয়ে খেলতে টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেন রশিদ খান। এবারই প্রথম পিএসএলে খেলতে এসেছেন তরুণ এই লেগস্পিনার। খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলেই শীর্ষে অবস্থান করছে তার দল।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের সিরিজ শেষ করে গেইল আবার পিএসএলের দ্বিতীয় পর্বে তার দল কোয়েটার সঙ্গে যোগ দিতে পারবেন।

কিন্তু আগামী ২ মার্চ থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করে রশিদের জন্য আবার ফিরে আসা সম্ভব হবে না।

জানা গেছে, জিম্বাবুয়ের সঙ্গে আফগানিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এ উপলক্ষ্যে ঘোষিত দলে থাকায় এবারের আসরে আর খেলা হচ্ছে না রশিদ খানের। আগামী ২০ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে আফগানিস্তান। এর একদিন পরেই (২২ মার্চ) ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে পিএসএলের।

সঙ্গত কারণেই মনটা বেশ খারাপ রশিদ খানের। কেননা, দল যদি ফাইনালে না ওঠে, তাহলে আর একটি ম্যাচেও খেলা হচ্ছে না তার। তবে দেশের হয়ে খেলাকেই এগিয়ে রাখেছেন সময়ের এই সেরা লেগ স্পিনার।

টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার কথা জানিয়ে টুইটবার্তায় রশিদ লিখেছেন, ‘খুব অল্প সময়েই পিএসএল ছাড়তে হচ্ছে। তবে আমাকে জাতীয় দায়িত্ব পালন করতে হবে। লাহোর কালান্দারস ও সকল ভক্তদের ধন্যবাদ তাদের অসাধারণ সমর্থন ও ভালোবাসার জন্য। ইনশাআল্লাহ্‌ আগামী বছর দেখা হবে।’

এদিকে রশিদ খান ফিরে গেলেও আফগান-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আরও বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন মুজিব উর রহমান (পেশোয়ার জালমি), কাইস আহমেদ (কোয়েটা গ্ল্যাডিয়েটরস) এবং নুর আহমেদরা (করাচি কিংস)। কারণ তাদেরকে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি। এছাড়া টেস্ট থেকে অবসর নেয়া মোহাম্মদ নাবীও (করাচি কিংস) আরও কিছু ম্যাচ খেলে তারপর যোগ দেবেন টি-টোয়েন্টি সিরিজের দলে।

ভয়েস টিভি/এসএফ

You may also like