Home বিশ্ব রসায়নে নোবেল পেলেন দুই নারী

রসায়নে নোবেল পেলেন দুই নারী

by Shohag Ferdaus
নোবেল

রসায়নে এ বছর যৌথভাবে নোবেল জিতেছেন জার্মান বিজ্ঞানী ইমানুয়েল সারপেন্টিয়ের এবং মার্কিন বিজ্ঞানী জেনিফার এ. ডাউডনা।

সুইডেনের স্টকহোমে ৭ অক্টোবর বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ১২টার পরে রসায়েন নোবেল বিজয়ী হিসেবে এ দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের একটি প্যানেল।

জিনোম গবেষণায় নতুন পদ্ধতি আবিষ্কার করে এ বছরের নোবেল জিতে নেন ৫১ বছর বয়সী ইমানুয়েল এবং ৫৬ বছরের জেনিফার।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় নোবেল কমিটি। এক টুইটবার্তায়ও ছবিসহ এ দুইজনের নাম প্রকাশ করা হয়।

এর আগে ৬ অক্টোবর মঙ্গলবার পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডিশ নোবেল কমিটি। এ বছর যৌথভাবে পদার্থে নোবেল জিতে নিয়েছেন তিন জোতির্বিজ্ঞানী স্যার রজার পেনরোজ, রেইনহার্ড জেঞ্জেল এবংআন্দ্রেয়া এম. গেজ। ছায়াপথ (গ্যালাক্সি) এবং কৃষ্ণগহবর (ব্ল্যাকহোল) গবেষণায় ভূমিকা রাখার জন্য এ বছরের নোবেল জিতে নেন এ তিন বিজ্ঞানী। এদের মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুইজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে।

আর ৫ অক্টোবর ঘোষিত প্রথমদিনে এবার চিকিৎসা ক্ষেত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন এবং এক ব্রিটিশ বিজ্ঞানী। ‘হেপাটাইটিস সি ভাইরাস আবিস্কারে জন্য’ হার্ভি জে অল্টার, মাইকেল হোগটন ও চার্লস এম রাইসকে যৌথভাবে নোবেলে ভূষিত করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like