Home শিক্ষাঙ্গন ছাত্রীর রহস্যজনক মৃত্যু: বিক্ষোভে উত্তাল ইবি

ছাত্রীর রহস্যজনক মৃত্যু: বিক্ষোভে উত্তাল ইবি

by Shohag Ferdaus
ইবি

সহপাঠীর রহস্যজনক মৃত্যুর ঘটানার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ৩ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তিন্নির সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এসময় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা করোনা মহাসংকটে এক মর্মান্তিক বিষয় নিয়ে দাঁড়িয়েছি। আমাদের সবার ঘরেই মা-বোন আছে। আমার পরিবার নিরাপদ তো? যেদেশে নারী ক্ষমতায়নের কথা শুনি, সেদেশে আমার বোন নিরাপদ নয় কেন? এটা জাতির জন্য কলঙ্ক। তিন্নি হত্যায় জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় না আনলে আন্দোলন আরও কঠোর করা হবে।’

আরও পড়ুন: ইবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ: গ্রেফতার ৪

মানববন্ধনে সংহতি জানিয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, স্থানীয় মুক্তিযোদ্ধারা এবং এলাকাবাসী।

এদিকে করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় বাড়ি থেকেই তিন্নি হত্যার বিচার চেয়ে সামাজিক যোগোযোগ মাধ্যমে সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

১ অক্টোবর মধ্যরাতে তিন্নির শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার। এর আগে তিন্নির বড় বোন মুন্নির সাবেক স্বামী জামিরুল তিন্নিদের বাড়িতে দুই দফা হামলা-ভাঙচুর ও তিন্নির ওপর পাশবিক নির্যাতন চালায়।

আরও পড়ুন: ইবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঘিরে রহস্য

পরিবার বলছে, ওই ছাত্রীর বড় বোনের সাবেক স্বামী দলবল নিয়ে দুই দফা বাড়িতে হামলা চালিয়ে নির্যাতনের পর ওই ছাত্রীকে হত্যা করেছে। এরপর ‘আত্মহত্যা’ বলে প্রচার চালাতে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় আটজনকে আসামি করে ঝিনাইদহের শৈলকূপা থানায় একটি মামলা করেছে তিন্নির মা। ইতোমধ্যে চারজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভয়েস টিভি/এসএফ

You may also like