Home জাতীয় রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

by Amir Shohel
মরদেহ উদ্ধার

রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩৫ বছর বয়সের অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল নীল চেক লুঙ্গি ও ডেনিম শার্ট।

২২ জানুয়ারি শুক্রবার দিনগত রাত ৩টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

২৩ জানুয়ারি শনিবার সকালে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিন বিশ্বাস বলেন, খবর পেয়ে শুক্রবার দিনগত রাত ৩টার দিকে বনানী সৈনিক ক্লাব নিউ এয়ারপোর্ট রোড এলাকায় ফুটওভার ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, কোনো যানবাহন তাকে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয়রা নিহত যুবকের পরিচয় শক্ত করতে পারেননি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এসআই।

ভয়েসটিভি/এএস

You may also like