রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঢাকা উদ্যানের ৩ নম্বর সড়কে এলাকায় গিয়ে মরদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
নিহত রহিমা খাতুন জাকির হোসেনের স্ত্রী। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, গত আগস্ট থেকে ওই বাসায় সাবলেট হিসেবে থাকতেন তারা। দুপুর ১২টায় বাসার মূল ভাড়াটিয়া ইসমাইল হোসেনের স্ত্রী মাহমুদা হোসাইন দরজা খুলে দেখতে পান রহিমা বেগমের নিথর দেহ পড়ে আছে। তার স্বামীকে তখন খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী জাকির হোসেন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা আমরা খতিয়ে দেখছি। জাকির একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
ভয়েস টিভি/এমএইচ