Home অপরাধ রাজধানীতে ১১শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

রাজধানীতে ১১শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

by Amir Shohel
মাদকদ্রব্যসহ

রাজধানীতে এক হাজার ১শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজ উদ্দিন আহমেদ সরণি এনার্জি প্যাক ইলেকট্রনিক্স এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

গ্রেফতাররা হলেন- নুরে আলম ওরফে লিটন মোড়ল (৪৯) ও ড্রাইভার মো. সুজন হোসেন (৩০)। এসময় তাদের হেফাজত হতে ইয়াবা বহনে ব্যবহৃত ১টি ট্রাক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম সংবাদ মাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা কখনও আলু কখনও সবজি ভর্তি ট্রাকের মাধ্যমে অভিনব কায়দায় মাদকদ্রব্য জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

ভয়েসটিভি/এএস

You may also like