Home অপরাধ জামিন করিয়ে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণ : আদালতের গাড়িচালক বরখাস্ত

জামিন করিয়ে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণ : আদালতের গাড়িচালক বরখাস্ত

by Newsroom

বরগুনা : আসামিকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের গাড়িচালক মো. ফারুক হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নম্বর ৩/২০) রুজু হওয়ার পর সাময়িক বরখাস্ত করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম সরোয়ার ৯ আগস্ট রোববার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভুক্তভোগী আসামিপক্ষ ও সংশ্লিষ্ট আইনজীবী জানান, ক্রিমিনাল আপিল নম্বর ৪৩/২০ মামলার আসামিপক্ষের হয়ে আদালতে বরগুনার বিশিষ্ট আইনজীবী অ্যাড. মো. শাহজাহান আপিল গ্রহণ শুনানি, জামিন এবং দণ্ড রোহিতের জন্য আবেদন করেন। এ আবেদনের শুনানিশেষে ওই দিন সকাল সাড়ে ১০টায় ২০ হাজার টাকা বন্ডে আসামির জামিন আবেদন মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন। এদিকে জামিন মঞ্জুরের কথা গোপন রেখে ওই দিনই ৫০ হাজার টাকা না দিলে জামিন হবে না বলে আসামিপক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ নেন গাড়িচালক মো. ফারুক হোসেন।

ঘটনা জানাজানি হওয়ার পরে মো. ফারুক হোসেন ভুক্তভোগী পক্ষকে ২৯ হাজার টাকা ফেরত দেন এবং বাকি ২১ হাজার টাকাও শিগগিরই ফেরত দেবেন বলে অঙ্গিকার করেন।

ভয়েস টিভি/ নিউজ ডেস্ক/ ডিএইচ

You may also like