Home সারাদেশ এবার বিক্ষোভ ও রাজপথ অবরোধের ডাক বাম জোটের

এবার বিক্ষোভ ও রাজপথ অবরোধের ডাক বাম জোটের

by Shohag Ferdaus
রাজপথ

আগামী ১৯ অক্টোবর সারাদেশে বিক্ষোভ ও ২১ অক্টোবর সারাদেশে রাজপথ অবরোধের ঘোষণা দিয়েছে বাম জোট। ঢাকা-নোয়াখালী ধর্ষণবিরোধী লংমার্চ শেষে নোয়াখালীর জেলা শহর মাইজদীর সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

১৭ অক্টোবর শনিবার বিকেল ৪টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত নোয়াখালীর জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ চত্বরে পাহাড়ে সমতলে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তারা বলেন, এ সরকার ধর্ষকদের লালন করে যাচ্ছে। আমরা ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাই।

তারা আরও বলেন, যারা ধর্ষকদের লালন-পালন করছে তাদের বিচার চাই। আমাদের শান্তিপূর্ণ লংমার্চে সরকারের ছাত্রলীগ হামলা করেছে। আমাদের কত আর মারবেন? এদেশের তরুণরা লড়াই করে যাবে। আমাদের আন্দোলন চলবে।

লংমার্চের সমাপনী সমাবেশের সমন্বয়ক ও উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাাপতি মোল্লা হাবিবুর রসুল মামুনের সভাপতিত্বে এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একাংশের সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একাংশের সভাপতি আল কাদরী জয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের গোলাম মোস্তফা, বাংলাদেশ নারী মুক্তির সীমা দত্ত, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, বাংলাদেশ যুব ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক হাবীব ইমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ নিখিল দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী।

ভয়েস টিভি/এসএফ

You may also like