রাত পোহালেই ১০ অক্টোবর শনিবার স্থানীয় সরকার পরিষদের ৮৩টি প্রতিষ্ঠানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে চাঁদপুরসহ ৭টি পৌরসভা, ৭৩টি ইউনিয়ন পরিষদ, ফরিদপুর জেলার চরভদ্রাসন ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও ঢাকা দক্ষিণ সিটির ৪৪ নম্বর ওয়ার্ড রয়েছে।
আর চাঁদপুর পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাঁদপুরসহ বেশ কয়েকটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে। কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রকটের কারণে দীর্ঘদিন ধরে এসব নির্বাচন আটকে ছিল।
বিষয়টি নিয়ে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ‘নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
নির্বাচন কমিশন জানায়, স্থানীয় সরকারের বেশ কিছু প্রতিষ্ঠানে মার্চ মাসের ২৯ তারিখে ভোট গ্রহণের দিন নির্ধারিত ছিল। করোনা মহামারির কারণে ওই সময় নির্বাচন স্থগিত করা হয়। অক্টোবর মাসে এসব নির্বাচনের ভোটগ্রহণ করতে যাচ্ছে ইসি।
নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রচার ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য।
ভয়েসটিভি/এএস