এক রাশ চুল মিলেমিশে গিয়েছে ফুল জড়ানো খোঁপায়। গায়ে উঠেছে হলুদ রঙা শাড়ি, বাহারি গয়নায় মোড়া গোটা শরীর। ‘রানিমা’কে দেখে চেনার উপায় নেই!
বেশির ভাগ সময়ে জৌলুসহীন ঘিয়ে রঙা কাপড়েই পর্দায় দেখা যায় টেলিভিশনের প্রিয় ‘রানিমা’ খ্যাত দিতিপ্রিয়া রায়কে। সেই দিতিপ্রিয়াকেই এমন সাজে দেখে রীতিমতো হইচই পড়েছে সামাজমাধ্যমে।
৩০ জানুয়ারি শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন দিতিপ্রিয়া রায়। সেখানেই তাকে এমন সাজে দেখা যায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রায় কনের মতো ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন দিতিপ্রিয়া। অর্থাৎ, লেন্সবন্দি হওয়ার মুহূর্তটিকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘রানিমা’। সেই ভিডিওর সঙ্গে আবার জুড়ে দিয়েছেন রাহাত ফতে আলি খানের কণ্ঠে ‘আফরিন আফরিন’ গানটি। যা ওই সাজের সঙ্গে মিলে এক মায়াবী আবহ তৈরি করেছে।
কীসের জন্য এমন সাজ? নতুন কোনও কাজ শুরু করছেন কি তিনি? আনন্দবাজারকে দিতিপ্রিয়া জানান, একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য শ্যুট করছেন। আপাতত এর থেকে বেশি কিছু জানাতে রাজি নন ‘রানিমা’। দর্শকদের চমক দিতে মুখে কুলুপ এঁটেছেন তিনি।
আরও পড়ুন: দীপিকার মতো ‘মন্দ মেয়ে’ হতে চায় রানিমা