Home শিক্ষাঙ্গন রাবির ভিসির বিরুদ্ধে সাবেক ভিসির স্ত্রীর মামলা

রাবির ভিসির বিরুদ্ধে সাবেক ভিসির স্ত্রীর মামলা

by Amir Shohel

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক আব্দুস সোবহানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত-১ এর আদালতে নিয়ম বর্হিভূতভাবে পেনশন আটকে রাখার অভিযোগে রাবির সাবেক ভিসি অধ্যাপক মু. মিজানউদ্দীনের স্ত্রী মোমেনা জীনাত মামলাটি দায়ের করেন।

বাদি পক্ষের আইনজীবী নুরে কামরুজ্জামান ইরান জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নং ৬/২০২০ (টাকা)। আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারী করা হয়েছে।

মামলার অপর পাঁচ আসামির মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের দুইজন রেজিস্টার, কোষাধ্যক্ষ এবং রাবির শেখ রাসেল স্কুলের বর্তমান সভাপতি ও অধ্যক্ষ।

আইনজীবী জানান, মামলার বাদী মোমেনা জীনাত রাবি শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম বর্হিভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে বলে মামলায় তিনি অভিযোগ করেছেন।

ভয়েসটিভি/এএস

You may also like