Home বিশ্ব ইউক্রেনে সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলা, নিহত ২০

ইউক্রেনে সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলা, নিহত ২০

by Mesbah Mukul

লভিভ অঞ্চলে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার রকেট হামলায় চালায় রাশিয়া। এ হামলায় এখন পর্যন্ত সেখানে ২০ জন নিহত এবং আরো ৫৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের জরুরি বিভাগের কর্মীরা সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে নিহতের এ সংখ্যা জানিয়েছেন।

এর আগে রোববার ভোরে এ ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ৫৭ জন আহতের কথা জানান লভিভ অঞ্চলের গভর্নর মাকসিম কোজিটস্কি। পরে ঘটনাস্থল এলাকা থেকে দ্য গার্ডিয়ানের লুক হার্ডিং জানান, ইতোমধ্যেই নিহতের সংখ্যা আরও বেড়েছে।

স্থানীয় সময় রোববার ভোর ৫টা ৪৫ মিনিটে পোলিশ সীমান্ত সংলগ্ন ইউক্রেনের ওই সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ২৭ বছরের জরুরি বিভাগের কর্মী স্টেপান চুমা দ্য গার্ডিয়ানকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাইরেন বাজানো ১৯টি অ্যাম্বুলেন্সকে ঘাঁটির দিক থেকে গাড়ি চালিয়ে যেতে দেখা গেছে।

এর আগে লভিভ শহরের আঞ্চলিক সামরিক প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে, আটটি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী।’

একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, তারা পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ভয়েসটিভি/এমএম

You may also like