Home বিশ্ব রাষ্ট্রপ্রধানদের ঘিরে থাকা রক্ষীর হাতে কালো ব্রিফকেসের রহস্য!

রাষ্ট্রপ্রধানদের ঘিরে থাকা রক্ষীর হাতে কালো ব্রিফকেসের রহস্য!

by Shohag Ferdaus

অনেক দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে ঘিরে রাখা দেহরক্ষীদের হাতে সবসময় একটি ব্রিবকেস দেখা যায়। আসলে এই ব্রিফকেসে কী থাকে?

এই ধারণা প্রচিলত যে, ওই ব্রিফকেসের মধ্যে পরমাণু অস্ত্রের বোতাম বা কোড রয়েছে। আবার এটাও মনে করা হয় যে ওই ব্রিফকেসে মেশিনগান রয়েছে। কিন্তু এই সবক’টি ধারণাই ভুল। তা হলে?

দেহরক্ষীদের হাতে থাকা ওই ব্রিফকেস আসলে বুলেটপ্রুফ সুরক্ষাকবচ। প্রধামন্ত্রী বা প্রেসিডেন্টের উপর হামলার মতো পরিস্থিতি তৈরি হলে ওই ব্রিফকেস তার চারপাশে একটা রক্ষাবলয় গড়ে তোলে। এর মধ্যে গোপন পকেট আছে, যার মধ্যে পিস্তলও রাখা থাকে। এ ছাড়াও এই ব্রিফকেসে গুরুত্বপূর্ণ নথিও থাকে।

এই ব্রিফকেসকে ‘কেভলার শিল্ড’ বলা হয়। কেভলার হল ‘অ্যান্টি-ব্যালিস্টিক’ সুরক্ষাকবচ। এর মধ্যে একটি বোতাম থাকে যেটা চাপ দিতেই একটা দেওয়ালের মতো সুরক্ষাবলয় তৈরি হয়। যা কোনও হামলা থেকে ভিআইপিদের রক্ষা করে এই বলয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like