Home সারাদেশ ফাঁড়ির সামনে অনশনে রায়হানের মা

ফাঁড়ির সামনে অনশনে রায়হানের মা

by Shohag Ferdaus
রায়হানের মা

আসামিদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের দাবিতে ‘আমরণ অনশনে’ বসেছেন সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ নিহত রায়হান আহমদের মা সালমা বেগমসহ পরিবারের সদস্যরা।

২৫ অক্টোবর রোববার বেলা ১১টা থেকে রায়হানের মা পরিবারের সদস্য এবং স্থানী কয়েকজন বাসিন্দা নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন।

রায়হানের মা সালমা বেগম বলেন, মামলার প্রধান আসামি ফাঁড়ি ইনচার্জএসআই আকবর হোসেন ভূঁইয়া পলাতক। কিন্তু বরখাস্ত হওয়া সব পুলিশ সদস্যকে এখনও গ্রেফতার দেখানো হয়নি। পুলিশ প্রথম থেকেই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এ অবস্থায় ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছি আমরা।

তিনি আরও বলেন, ঘটনার পর ১৫ দিন অপেক্ষা করেছি। তবু সব আসামি গ্রেফতার হয়নি। তাই তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে আমরণ অনশনে বসেছি।

গত ১১ অক্টোবর রায়হান আহমেদ পুলিশের হেফাজতে থাকাকালীন অবস্থায় নির্যাতনে মারা যায় বলে অভিযোগ ওঠে।

পুলিশের বিভাগীয় তদন্তের পর প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির মোট চারজন সদস্যকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা হয়।

ওই ফাঁড়ির কনস্টেবল টিটু চন্দ্র দাস এবং হারুন উর রশিদকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে তদন্ত সংস্থা পিবিআই।

তবে রায়হান মারা যাওয়ার পর থেকেই পলাতক রয়েছেন আকবর হোসেন। তাকে পালাতে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে পুলিশ সদর দফতর।

রায়হানের পরিবারের পক্ষ থেকে হেফাজতে থাকাকালীন পুলিশের নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে অভিযোগ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের দায়ী করে একটি মামলা করা হয়

ওই ঘটনা প্রকাশ্যে আসলে অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ মানুষ।

ভয়েস টিভি/এসএফ

You may also like