Home বিশ্ব রিপাবলিকান দলের মনোনয়নপত্র গ্রহণ করলেন ট্রাম্প

রিপাবলিকান দলের মনোনয়নপত্র গ্রহণ করলেন ট্রাম্প

by Newsroom
রিপাবলিকান

দরজায় কড়া নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনেও নিজ দল রিপাবলিকান পার্টি থেকে মনোয়ন পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য বৃহস্পতিবার হোয়াইট হাউসে বিশাল জনতার সামনে রিপাবলিকান দলের মনোনয়নপত্র গ্রহণ করেন।

চরম বর্ণবাদী উত্তেজনা এবং মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে একটি জাতীয় প্রতিকূল অবস্থার মধ্যে তিনি এ মনোনয়ন গ্রহণ করলেন।

ট্রাম্প বলেন, আজ আমার সমর্থক আমেরিকানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং সীমাহীন আশা নিয়ে আমি অত্যন্ত আনন্দ চিত্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য এই মনোনয়ন গ্রহণ করছি।

নির্বাচন সামনে রেখে বেশ জোরে-সরেই নিজের প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। বাদ যাচ্ছে না প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশলও। প্রতিপক্ষকে একের পর এক কথার বানে বিদ্ধ করছেন তিনি।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন দুর্বল প্রতিপক্ষ। আমি মনে করি এই নির্বাচনে বাইডেন যদি জিতে যায় তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপর্যয়।

জো বাইডেন ‘আমেরিকান মাহাত্ম্য’ ধ্বংস করতে চান বলেও মন্তব্য করেন ট্রাম্প।

সূত্র: এএফপি

ভয়েস টিভি/টিআর

You may also like