Home সারাদেশ নোয়াখালীতে মনোবন্ধুদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ

নোয়াখালীতে মনোবন্ধুদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ

by Newsroom
রিফ্রেশার্স প্রশিক্ষণ

নোয়াখালীতে মানসিক স্বাস্থ্য রক্ষায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে মনোবন্ধুদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ে এই রিফ্রেশার্স কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর মেহেদী হাসানের সার্বিক তত্বাবধানে এবং জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় মানসিক স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির যেসব স্বেচ্ছাসেবক নির্যাতিত নারী ও শিশুদের এই মনোসামাজিক সহায়তা দিয়ে থাকেন তারা মনোবন্ধু নামে পরিচিত। এই মনোবন্ধুরা কোনো পেশাদার মনোচিকিৎসক নন, তবে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এমনভাবে তৈরি করা হয় যাতে নারী বা শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তারা নির্যাতিতদের তাৎক্ষনিক মানসিক সহায়তা দিতে পারেন।

নোয়াখালীতে এমন মনোবন্ধু রয়েছেন ৫৮ জন। তারা সমাজে নির্যাতিত নারী ও শিশুদের মানসিক সহায়তা দিয়ে আসছেন। এই রিফ্রেশার্সে মনোবন্ধুরা সমাজে কিভাবে আরও বেশি মানসিক সহায়তা প্রদান করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া সহায়তা প্রদানের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয়, নির্যাতনের শিকার নারীও শিশুর সাথে যে আচরণ করা যাবে বা যাবে না, মনোবন্ধুর দায়িত্ব ও কাজ এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে দিনব্যাপি আলোচনা করা হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like