Home খেলার খবর লা লিগায় রিয়াল মাদ্রিদের দাপুটে জয়

লা লিগায় রিয়াল মাদ্রিদের দাপুটে জয়

by Imtiaz Ahmed

স্প্যানিশ লা লিগায় দাপুটে জয়ে বার্সেলোনাকে আবারও টপকে গেলো রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে তারা হারিয়েছে ২-০ গোলে।

ঘরের মাঠে এদিন দারুণ উজ্জীবিত ছিলো রিয়াল। শুরু থেকেই সাজিয়েছিলো আক্রমণের পসরা। পুরো ম্যাচেই বলের দখল ছিলো ৬০ শতাংশের বেশি।

ম্যাচ শুরুর বাঁশি বাজার পর লিড পেতে বেশিক্ষণ অপেক্ষ করতে হয়নি রিয়ালকে। ১২ মিনিটে করিম বেঞ্জামার গোলে এগিয়ে যায় তারা। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস।

দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি । শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জিদান শিষ্যরা।

এ নিয়ে টানা তিন ম্যাচে জয় পেলো রিয়াল মাদ্রিদ। মোট ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দুইয়ে। আগের দিন দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে জিতে দুই নম্বরে উঠে এসেছিলো বার্সেলোনা। তাদের পয়েন্ট ৪৬। ২১ ম্যাচ খেলে টেবিলটপার অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৪।

ভয়েস টিভি/আইএ

You may also like