Home খেলার খবর উজ্জীবিত আলাভেসে পর্যুদস্ত রিয়াল

উজ্জীবিত আলাভেসে পর্যুদস্ত রিয়াল

by Shohag Ferdaus
রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে হারিয়ে ছন্দে ফেরার যে আভাস দিয়েছিল রিয়াল মাদ্রিদ, তিন দিনেই তা মিইয়ে গেল। লা লিগায় ফিরে সেই পুরনো রূপে তারা, খেলল দিকহারা অগোছালো ফুটবল। সঙ্গে যোগ থিবো কোর্তোয়ার দৃষ্টিকটু ভুল। চ্যাম্পিয়নদের দুর্বলতার সুযোগ নিয়ে দারুণ এক জয় নিয়ে ফিরল আলাভেস।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ২৮ নভেম্বর শনিবার রাতে আক্রমণাত্মক খেলে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে আলাভেস। লুকাস পেরেসের গোলে সফরকারী আলাভেস এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন হোসেলু। শেষ দিকে ব্যবধান কমান রিয়োলের কাসেমিরো।

লা লিগায় শেষ তিন ম্যাচের দুটিতে হারল শিরোপাধারীরা, অন্যটি ড্র। শেষ ছয় ম্যাচে তাদের জয় মাত্র দুটি, হার তিনটি।

অন্যদিকে, দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে উঠে আসা আলাভেস শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। এর মাঝে তারা ড্র করেছে আরেক পরাশক্তি বার্সেলোনার সঙ্গে।

শেষ পাঁচ রাউন্ডে মাত্র দুটিতে জেতা রিয়াল শুরুতেই পিছিয়ে পড়ে। ম্যাচের প্রথম উল্লেখযোগ্য আক্রমণে আলাভেসের ভিক্তর লাগুয়ারদিয়ার হেডে বল ডি-বক্সে ডিফেন্ডার নাচো ফের্নান্দেসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জোরালো স্পট কিকে গোলটি করেন পেরেস।

এটিসহ লিগে শেষ তিন ম্যাচে পাঁচটি পেনাল্টি হজম করল রিয়াল। আর এই সময়ে তারা যে ছয়টি গোল খেয়েছে, তার পাঁচটি পেনাল্টি থেকে, অন্যটি আত্মঘাতী।

গোল খেয়ে চ্যাম্পিয়নরা পাল্টা জবাব দিবে কি, উল্টো প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলের সামনে তাদের কিছুটা ছন্নছাড়া দেখাচ্ছিল। বারবার উন্মুক্ত হয়ে পড়ছিল সের্হিও রামোসবিহীন রক্ষণ।

প্রথমার্ধের বাকিটা সময়ে রিয়াল কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৪৯তম কোর্তোয়ার ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্কোরলাইন ২-০ করে আলাভেস। রাফায়েল ভারানের ব্যাকপাস ভালোভাবেই নিয়ন্ত্রণে নিয়েছিলেন রিয়াল গোলরক্ষক, পাস দিতে পারতেন দুই পাশে দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে, তা না করে বাড়ান মাঝ বরাবর কাসেমিরোর উদ্দেশে। মাঝপথে বল ধরে বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিচু শটে গোলটি করেন হোসেলু।

শেষ ১০ মিনিটে একের পর এক আক্রমণ করতে থাকে প্রতিযোগিতার সফলতম দলটি। ৮৩তম মিনিটে দিয়াসের প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান ফ্লোরিয়াঁ লুজেন।

তিন মিনিট পর অবশেষে গোলের দেখা পায় রিয়াল। ভিনিসিউস জুনিয়রের শট গোলরক্ষক কোনোমতে ঠেকানোর পর আলগা বল খুব কাছ থেকে জালে ঠেলে দেন কাসেমিরো। বাকিটা সময়ে শেষের লড়াই জমে উঠলেও রিয়াল সমতা ফেরাতে পারেনি।

১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রিয়াল। আলাভেসের ১১ ম্যাচে ১৩ পয়েন্ট।

আরও পড়ুন: দীর্ঘ ৭ মাস পর কাবায় প্রবেশ করলো বিদেশি মুসলিমরা

ভয়েস টিভি/এসএফ

You may also like