Home রাজনীতি করোনা নেগেটিভ রুমিন ফারহানা

করোনা নেগেটিভ রুমিন ফারহানা

by Amir Shohel
রুমিন ফারহানা

ঢাকা : মহামারি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা।

২৩ আগস্ট রোববার তার কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খান ২৪ আগস্ট সোমবার এ তথ্য জানান।

শায়রুল বলেন, করোনা পজেটিভ হওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা তার বাসায় অবস্থান করছিলেন। রোববার নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। তিনি এখন ভালো আছেন। সবার দোয়া চেয়েছেন।

চলতি মাসের ১২ তারিখে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, তার করোনা পজিটিভ।

ভয়েসটিভি/এএস

You may also like