Home সারাদেশ সড়ক দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

by Shohag Ferdaus

পাবনায় মালবাহী ট্রাক উল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৫ শ্রমিক গুরুতর আহত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে দাশুড়িয়া-লালনশাহ সেতু মহাসড়কের নতুনহাট গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের মধ্যে মোবারক হোসেন (২৩) নামের এক শ্রমিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাটোরের বনপাড়া থেকে কুষ্টিয়াগামী মালবাহী একটি ট্রাক নতুনহাট গোলচত্বর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোবাইকের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোবাইকের যাত্রী মোবারক হোসেন (২৩), তরিকুল ইসলাম (৪৫) সাগর হোসেন (২৪), খাইরুল ইসলাম (২৬) ও মিনারুল ইসলাম গুরুতর আহত হয়।

তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মোবারক ও তরিকুলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে মোবারক মারা যান।

নিহত মোবারক উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর পশ্চিমপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। এরা সবাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিমথ কোম্পানির শ্রমিক।

ভয়েস টিভি/এসএফ

You may also like