Home শিক্ষাঙ্গন ইবিতে রেজিস্ট্রারসহ তিন পদে নতুন মুখ

ইবিতে রেজিস্ট্রারসহ তিন পদে নতুন মুখ

by Shohag Ferdaus
ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রারসহ তিন প্রশাসনিক পদে রদবদল করেছেন উপাচার্য অধ্যাপক আবদুস সালাম।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো পৃথক চার বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আতাউর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও উপ-প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মো. তারেককে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেয়া হয়েছে। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।

এছাড়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়িারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে পরিবহন প্রশাসক পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য। আগামী ১ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। অধ্যাপক আনোয়ার হোসেন এর আগেও পরিবহন প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাবেক সাধারণ সম্পাদক। আর দায়িত্ব শেষ করা অধ্যাপক রেজওয়ানুল শাপলা ফোরামের বর্তমান সভাপতি।

তারা এ দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী পদের সকল সুযোগ সুবিধা পাবেন। এর আগে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন এস এম আবদুল লতিফ ও প্রধান প্রকৌশলী হিসেবে আলিমুজ্জামান টুটুল।

সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি চেষ্টা করব তা যথাযথভাবে পালন করার। আমি দল-মত নির্বিশেষে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

গত ৯ ডিসেম্বর ডেস্ক ক্যালেন্ডারের খসড়া কপিতে শেখ হাসিনা ও শেখ রাসেলের নামের বানানে ভুল থাকায় সদ্য বিদায়ী রেজিস্ট্রার এসএম আবদুল লতিফকে শোকজ করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

এছাড়া গত ১৫ ডিসেম্বর শারীকিক অসুস্থতা দেখিয়ে অব্যহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল।

ভয়েস টিভি/এসএফ

You may also like