Home সারাদেশ রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩, আহত ১২

রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩, আহত ১২

by Shohag Ferdaus
নিহত

ফেনীর সদর উপজেলায় ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। ১১ অক্টোবর রোববার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। আহতদের ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতরা সবাই বাসের যাত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্রগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী এনআর পরিবহনের বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

বাসের কয়েকজন যাত্রী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এনআর পরিবহনের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে কুমিল্লার নুর জাহান হোটেলে যাত্রা বিরতির পর ফের ছেড়ে যায়। ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। অনেকেই ঘুমে আচ্ছন্ন থাকায় বাসচালকের কোনো গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।

ঘটনাস্থলে রয়েছেন ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তসলিম উদ্দিন। তিনি বলেন, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এখন পর্যন্ত ১২/১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। ’

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, ‘উদ্ধার অভিযান চলছ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।’

ভয়েস টিভি/এসএফ

You may also like