Home সারাদেশ বাঁচতে চান হতদরিদ্র রোকেয়া

বাঁচতে চান হতদরিদ্র রোকেয়া

by Newsroom
রোকেয়া

হার্টের একটি ভাল্ব সম্পূর্ণ অকেজো হওয়ায় জীবন ঝুঁকিতে পড়েছেন কুড়িগ্রামের উলিপুরের রোকেয়া বেগম(৪২)। কৃত্রিম ভাল্ব প্রতিস্থাপনে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি।

তিনি উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর গ্রামের দিনমজুর মানিক মিয়ার স্ত্রী।

জানা গেছে, রোকেয়ার একটি ভাল্প অকেজো ও বাকীগুলো নিস্ক্রীয় হবার উপক্রম। গত দুই বছর ধরে চিকিৎসা করতে গিয়ে অনেক ঋণী হয়ে গেছে পরিবারটি। কুড়িগ্রাম ও রংপুরের হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ মতে দ্রুত রোকেয়ার কৃত্রিম ভাল্ব প্রতিস্থাপন করতে হবে। অন্যথায় তাকে বাঁচানো সম্ভব হবে না।

কিন্তু ছয় শতক বসতি জমি ছাড়া আর কোনো সম্বল নেই। এ অবস্থায় তার স্বামীর পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব না হওয়ায়  ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন তিনি।

রোকেয়া তার চিকিৎসার জন্যে সমাজের বিত্তবানদের কাছে সহায়তা প্রার্থনা করেছেন। সাহায্য পাঠানোর নম্বর ০১৭৮০৪০৮৬৯৩ (বিকাশ)।

আরও পড়ুন : ‘বাংলাদেশ-ভারতের সেই কৃত্রিম দেয়াল আর নেই‘

ভয়েস টিভি/এমএইচ

You may also like